ছোটবেলা থেকেই “চামার” ডাক শুনে বড় হয়েছেন উত্তরপ্রদেশের সুধীর। অনেক অপমানিত হয়েছেন, কিন্তু আজ সুধীর এই শব্দটিকে শুধু একটি গ্লোবাল ব্র্যান্ডেই পরিণত করেননি, সেই সাথে এই শব্দটি আজ অন্ধকার ও দারিদ্র্যের মধ্যে বসবাসকারী শিল্পীদের মুম্বইয়ের ধারাভি থেকে মিয়ামি অবধি পৌঁছে দিয়েছে।
#struggle #business #inspiring #fashion #sustainable #bengalinews #thebetterindiabangla