94 বছর বয়সেও নিজের হাতে Santa Doll বানান কলকাতার সি.এইচ. চ্যাং। পড়াশোনা করেছেন ক্লাস টেন অবধি। ছোট থেকেই মাকে দেখতেন Santa Claus বানাতে। উপার্জনের আর কোন রাস্তা জানা ছিল না তাঁর। তাই মায়ের হাতের শিল্পকে আরও উন্নত করে বাজারে নিয়ে আসেন তিনি। বিগত 65 বছর ধরে একটানা এই কাজই করে চলেছেন চ্যাং। এই শিল্পের প্রতি ভালোবাসাই তাঁর বৃদ্ধ হাতকে আজও অবসর নিতে দেয় নি।
#SantaClausMaker #Handmadedoll #Kolkata #AgeIsJustANumber #Christmas #BengaliNews #TheBetterIndiaBangla
Follow Us