New Update
ওড়িশার অর্পিতা মহাপাত্র, যেন বাস্তবের আমির খান। ‘সিতারে জ়মিন পার’ সিনেমার মতোই গত ১৫ বছর ধরে, তিনি নিজ হাতে সাঁতার শেখাচ্ছেন বিশেষ শিশুদের। কেউ যাদের ট্রেনিং দিত না—অর্পিতা তাদের হাত ধরে নিয়ে গেছেন বড় মঞ্চে। আজ তাঁর ছাত্রছাত্রীরা পদক জিতে উজ্জ্বল করছে অর্পিতার নাম।
#Specialchildren#InspiringWomen#RealHero#Odisha#SitaareZameenPar#UnsungHero#BengaliNews#TheBetterIndiaBangla