2004 সাল। দিলীপ মণ্ডলের জীবন একেবারে পাল্টে যায়, যখন তাঁকে ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে পুতুল খেলা দেখাতে ডাকা হয়েছিল। তিনি লক্ষ্য করেন— পুতুল দেখতেই মুমূর্ষু বাচ্চাদের চোখে হাসি ফিরছে, শরীরে আসছে প্রাণ।এই দৃশ্য দেখে এক ডাক্তারবাবু তাঁকে বলেন, “তুমি তো এটা Puppet Therapy করছ। বাচ্চারা হয়তো আরও কিছুদিন বেঁচে যাবে।”
সেই দিন থেকেই দিলীপবাবু সিদ্ধান্ত নেন— এই শিল্প শুধু বিনোদনের জন্য নয়, জীবনের জন্য।
তারপর থেকে আজও তিনি ক্যান্সারে আক্রান্ত শিশুদের জন্য বিনা পয়সায় পুতুল খেলা দেখিয়ে চলেছেন— হাসি, আশা আর বাঁচার ইচ্ছে জাগিয়ে তুলতে।
#PuppetTherapy #InspiringStory #Cancer #HealingSmiles #Humanity #BengaliNews #TheBetterIndiaBangla
Follow Us