কেরালার অখিল এবং অমৃতার প্রেমের গল্পটি খুবই বিশেষ। দশ বছর বয়সে পুড়ে যাওয়া অমৃতা কখনও ভাবেন নি যে, কেউ তাঁর পোড়া চেহারার বাইরে তাঁর হৃদয়ের সৌন্দর্যও দেখতে পাবে এবং তাঁর হাত ধরে রাখবে; অখিল তাঁর সমস্ত ভয়কে ভালোবাসায় রূপান্তরিত করেছেন এবং প্রতিটি ক্ষত নিরাময় করেছেন।
( Akhil and Amrita Story, Love Without Judgement, Burn Survivor, Unconditional Love )
Follow Us