রাস্তায় পড়ে থাকা অভুক্ত মানুষদের দেখে 4 বছরের বাচ্চা ছেলে তাঁর মাকে বলে– “মা তুমি ওদেরকে খেতে দাও না। ওরা না খেতে পেলে তো মরে যাবে মা!”
ছেলের এই কথাটা ভিতর থেকে নাড়িয়ে দেয় গরিব ঘরের গৃহবধূ মাকে। দু’বেলা টিউশন পড়িয়ে আর সেলাইয়ের কাজ করে যে সামান্য টাকা রোজগার হয়, সেই টাকাতেই প্রতিদিন অভুক্ত মানুষদের মুখে অন্ন তুলে দেন দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বাসিন্দা অপু মণ্ডল। তবে অপু’র মন ভেঙে যায় যখন ওই মানুষগুলো তাঁর দিকে তাকিয়ে বলে— “একটু মাছ দিতে পারিস না? একটু মাংস?”
ইচ্ছে আছে, কিন্তু সামর্থ্য নেই।
আপনারা চাইলে তাঁকে সাহায্য করতে পারেন এই নম্বরে 6297 330 630
#Motherhood #Humanity #FeedTheHungry #RealHeroes #Kindness #Hope #BengaliNews #TheBetterIndiaBangla
Follow Us