New Update
যার মা অন্যের বাড়িতে ঝাড়ু দিয়ে এবং ঘর মুছে পরিবারকে একত্রিত রাখতেন, সেই ছেলে তাঁর হাত ধরে তাঁকে Cannes এর লাল গালিচায় নিয়ে গেল। ইটা শুধু ছেলেরই জয় ছিল না, বরং মায়ের স্বপ্নেরও জয় ছিল। বলিউডের যেকোনো ছবির মতো, বিশালের জীবনেও প্রচুর অ্যাকশন এবং আবেগ রয়েছে, যা এখন পুরো বিশ্ব দেখছে।
#VishalJethwa#Cannes2025#MaaKaSapna#RealHero#BollywoodJourney#FromSlumsToCannes#BengaliNews#TheBetterIndiaBangla