কলকাতা মহানগরীতে আজও পাওয়া যায় 2 টাকার মিষ্টি! শ্যামবাজার পাঁচমাথার মোড়ের 60 বছরের পুরনো এই দোকানে এখনও 2-3 টাকায় মেলে বিভিন্ন সন্দেশ ও মিষ্টি। অবিশ্বাস্য হলেও সত্যি—78 বছরের প্রতিষ্ঠাতা নিত্য গোপালবাবু আজও প্রতিদিন সকাল থেকে দোকান খুলে বসেন। চারদিকে ভয়ঙ্কর কম্পিটিশন এবং এই মূল্যবৃদ্ধির বাজারে আজও তাঁর দোকানে চোখের পলকে বিক্রি হয় মিষ্টি! যে বয়সে সবাই অবসর নেয়, সেই বয়সে ভাইকে পাশে নিয়ে এখনও লড়াই করে চলেছেন।
#Kolkata #Shyambazar #BengaliSweets #Rs2Sweet #Seniorcitizen #Inspiring #bengalinews #TheBetterIndiaBangla
Follow Us