New Update
যেখানে দুনিয়া টাকার পেছনে ছুটতে ব্যস্ত, সেখানে এই বাঙালি ডাক্তারবাবু ছুটেছেন সেবার পেছনে। প্রতি মাসে নিজের সম্পূর্ণ বেতন তিনি ব্যয় করেছেন সেই সব গরিব রোগীদের জন্য, যাদের চিকিৎসা করার মতো পয়সা নেই। ডা. টি. কে. লাহিড়ী কখনও একে দান বলে মনে করেননি— এটা ছিল তাঁর কাছে মানবিকতার ঋণ পরিশোধ করা। ত্রিশ বছর ধরে—তিনি নিঃশব্দে বদলে দিয়েছেন অসংখ্য গরিব মানুষের জীবন। এই ভিডিওতে জানুন ভারতের সেই সত্যিকারের নায়কের গল্প।
(doctor who treats poor for free in India, Dr TK Lahiri life story, Padma Shri selfless doctor India, BHU doctor free treatment, Indian doctor who donated salary, famous doctor in Varanasi)