আপনি কি জানেন, ভারতে প্রথম কৃত্রিম বৃষ্টিপাতের সফল পরীক্ষা করেছিলেন এক বাঙালি বিজ্ঞানী?
সময়টা ১৯৫২ সাল। ডঃ সুধাংশু কুমার ব্যানার্জির একের পর এক সাহসী পরীক্ষায় কলকাতার আকাশে হঠাৎ হঠাৎ জমে উঠত মেঘ—আর তারপর নেমে আসত বৃষ্টি।
কখনও সেই বৃষ্টি এতটাই প্রবল হতো যে গোটা এলাকা জলমগ্ন হয়ে যেত। এই অদ্ভুত সাফল্যের জন্যই প্রতিবেশীরা ভালোবেসেই তাঁকে ডাকত—‘মেঘ ব্যানার্জি’।
#BengaliScientist #ArtificialRain #CloudSeeding #BengaliPride #IndianInnovation #KolkataHistory #BengaliNews #TheBetterIndiaBangla
Follow Us