কলকাতা বইমেলা শুধু মেলা নয়, এটা একটা ইমোশন – যা প্রত্যেক বাঙালীর হৃদয়ে একদম অন্যরকম ভাব জাগায়; আর যার টানে শত শত বাঙালী ছুটে যায় মেলাপ্রাঙ্গনে।
সদ্যই এই বছরের কলকাতা বইমেলা শেষ হয়েছে; কিন্তু কোথাও যেন এখনো সেই রেশটা লেগে আছে মনের কোণে। আবার এক বছরের অপেক্ষা! মনে মনে ভেবে রাখা, সামনের বার আরও কিছুটা টাকা জমিয়ে কটা বই বেশি কিনবো। ততদিন অবধি এই বছরের কেনা বইগুলোই অবসরে উল্টে পাল্টে পড়বো।
এবার বইমেলা থেকে আপনি কি কি বই কিনেছেন? কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
ভিডিও সৌজন্যে : @aish_whereya_at | IG
#calcuttabookfair #booklover #bookfair #bookworm #nostalgia #bengalinews #thebetterindiabangla
Follow Us