যে কণ্ঠস্বরকে একসময় ফিরিয়ে দেওয়া হয়েছিল, আজ সেই কণ্ঠই ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতে প্রমাণ করে দিয়েছে যে প্রতিভা নিজের পথ খুঁজে নেয়ই।
জমশেদপুরে বড় হওয়া শিল্পা রাও ছোটবেলা থেকেই সুরের আবহে ছিলেন। হরিহরন ও উস্তাদ গুলাম মুস্তাফা খানের সান্নিধ্যে তিনি তাঁর কণ্ঠকে শাণিত করেছেন। মুম্বাইতে পড়াশোনার সময়ও গান তাঁর ছায়ার মতো সঙ্গে থেকেছে। বছরের পর বছর জিঙ্গেল গেয়েছেন, অডিশনে প্রত্যাখ্যানের তিক্ততা পেয়েছেন, কিন্তু হাল ছাড়েননি। জেনে নিন শিল্পা রাও-এর সংগ্রামের গল্প, তাঁর পরিশ্রম এবং সেই শিক্ষা যে আলাদা হওয়া দুর্বলতা নয়, বরং শক্তি।#TheBetterIndiaBangla #TBIBangla #Bengali
#Bangla #PositiveNews #Motivation #Inspiration
Related Articles
Here are a few more articles:
{{#pages}}
{{/pages}}