Powered by

Home Video Music ‘আস্তাবলে’ জন্ম নিয়েছিল ভারতের প্রথম Rock Band ‘মহীনের ঘোড়াগুলি’ | Gautam Chattopadhyay

‘আস্তাবলে’ জন্ম নিয়েছিল ভারতের প্রথম Rock Band ‘মহীনের ঘোড়াগুলি’ | Gautam Chattopadhyay

New Update

কোন তালিম ছাড়াই যে কোনও গান বা বাদ্যযন্ত্র সহজে শিখে ফেলতেন ছোটবেলার গৌতম চট্টোপাধ্যায়।

যৌবনে নকশাল রাজনীতিতে জড়িয়ে গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের গান, নবান্নের সুরের মধ্যে খুঁজে পেয়েছিলেন বিপ্লবের ভাষা।যে বাড়িতে ‘মহীনের ঘোড়াগুলি’-র মহড়া চলত, বিরক্ত প্রতিবেশীরা তার দেওয়ালে লিখে দিয়েছিল— “আস্তাবল”। রেডিওতে একসময় ঘোষণা করা হয়েছিল— “এগুলো কোন গানই নয়!” কিন্তু সেই গানই বদলে দিয়েছিল বাংলা গানের ভবিষ্যৎ—আর শুরু হয়েছিল ভারতের প্রথম রক ব্যান্ডের পথচলা।

#GautamChattopadhyay#MahinerGoraguli#BengaliRock#MoheenerGhoraguli#KolkataMusic#BengaliNews#TheBetterIndiaBangla