ছোটবেলায় স্বপ্ন দেখেছিল—একদিন বড় গায়িকা হবে। কিন্তু সুস্মিতার জীবন অন্য পথে বাঁক নেয়।
মা-বাবা দু’জনকেই হারিয়ে, আজ একা হাতে সামলাচ্ছে জীবন। বড় কোনো মঞ্চ কখনও পায়নি সে।
তাই ফুটপাথই তার স্টেজ, আর পথচলতি মানুষই তার দর্শক। গিটার হাতে, গানকে আঁকড়ে ধরে নিজের অস্তিত্ব খুঁজে নিচ্ছে সুস্মিতা।
#StreetPerformer #Footpath #Kolkata #StreetMusic #Struggle #InspiringJourney #BengaliNews #TheBetterIndiaBangla
Follow Us