আমার হাড় কাঁচের মতো কিন্তু আমার সাহস লোহার মতো | Inspiring | Girija Magic in Little Hands

জন্ম থেকেই Osteogenesis Imperfecta (দুর্বল হাড়ের রোগ) রোগে ভুগছেন গিরিজা। মানুষ তাঁকে প্রায়ই বলতো যে, তিনি অকেজো।

স্কুল মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল, কিন্তু গিরিজা পাঁচটি ভাষা শিখেছেন, শিল্পকে আলিঙ্গন করেছেন এবং বানিয়েছেন “Girija – Magic in Little Hands”. আজ, গিরিজা তাঁর শিল্পের মাধ্যমে, বিশ্বকে বলছেন যে, কেবল হাড় ভাঙে, সাহস নয়।

নিজের উপর বিশ্বাস রাখুন; যদি আবেগ থাকে, তাহলে নিজের ভাগ্য নিজেই লেখা যেতে পারে।

#DisabilityAwareness #WomenEntrepreneurs #IndianArtists #HandmadeJewelry #ChronicIllnessWarrior #CrochetArt #bengalinews #thebetterindiabangla

Related Articles
Here are a few more articles:
Read the Next Article
Subscribe