Powered by

Home Video Performing arts হাজারো বাঁধার সামনে জয়ী হল দৃষ্টির অদম্য মনোবল | Disabled Dancer | Motivating | Odisha

হাজারো বাঁধার সামনে জয়ী হল দৃষ্টির অদম্য মনোবল | Disabled Dancer | Motivating | Odisha

New Update

যখন ওড়িশার দৃষ্টि দেবযানী এক হাত নিয়ে জন্ম গ্রহণ করে, তখন সবারই ধারণা ছিল—সে কিছুই করতে পারবে না! কিন্তু আজ, মাত্র 11 বছর বয়সে, সে ইতিমধ্যেই 50 বার মঞ্চে পারফর্ম করেছে।
4 বছর বয়স থেকেই সে ওডিশি নৃত্য শেখা শুরু করে। পথটা সহজ ছিল না—অনেক গুরু তাকে শেখাতে রাজি হননি, বহুবার মঞ্চে ওঠার সুযোগও মেলেনি। কিন্তু দৃষ্টি হাল ছাড়েনি। প্রতিটি পদক্ষেপে পরিশ্রম আর প্রতিটি ভঙ্গিমায় জেদ নিয়ে এগিয়ে চলেছে। শেষমেশ তার পাশে দাঁড়ালেন গুরু বিশ্বভূষণ চম্পতিরায়। তিনি আজও দৃষ্টির বাড়িতে গিয়ে তাকে নাচ শেখান। তিনি দৃষ্টির যোগ্যতায় বিশ্বাস করেছিলেন এবং তাকে মঞ্চে পৌঁছে দিয়েছেন।
শেষ পর্যন্ত দৃষ্টি তার প্রতিভা আর জেদ দিয়ে প্রমাণ করে দিল—শিল্প কখনো শারীরিক সীমার মধ্যে আটকে থাকে না, আসল সাহস থাকে মনের ভেতরেই।

#DrishtiDevayani#Inspiration#OdissiDance#RealHero#SpiritOfIndia#DisabilityIsNotInability#CourageToShine#BengaliNews#TheBetterIndiaBangla