স্বামী জানায়, “যদি বাবার কাছ থেকে বিশ লাখ টাকা আর বাড়ি লিখে দাও, তবেই ভালোবাসা পাবে।” স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে একসময় সুইসাইড করার কথা ভেবেছিলেন গীতাঞ্জলী সাহা। ভেঙে পড়েছিলেন মাসিক এবং শারীরিকভাবে। ঠিক তখনই Powerlifter হিসাবে তার জার্নি শুরু হয়। আজ আন্তর্জাতিক মঞ্চ থেকে একের পর এক সোনা জিতছেন উত্তরবঙ্গের এই মেয়েটি। অত্যাচার তাঁকে ভাঙতে পারেনি। বরং শক্ত করে তুলেছে।
#powerlifting #Inspiring #Survivor #BengalPride #NorthBengal #NeverGiveUp #bengalinews #thebetterindiabangla
Follow Us