New Update
বাংলার এই ছেলেটি ১ কোটি গাছ লাগানোর সংকল্প নিয়েছে। কেউ বলে ‘বিবেক বৃক্ষ’, তো কেউ বলে ‘গাছ পাগল স্যার’। বিয়ে, জন্মদিনের মতো অনুষ্ঠানেও বৃক্ষ উপহার দেয়। তৃতীয় শ্রেণীতে পড়ার সময় মাকে হারিয়েছে, তাই প্রকৃতি মায়ের মধ্যেই নিজের মাকে খুঁজে বেড়ায় মুর্শিদাবাদের অর্ধেন্দু বিশ্বাস। তাকে সাহায্য করতে এই নম্বরে যোগাযোগ করতে পারেন - 89260 34318
#trees#forest#wildlife#environment#earth#planetree#bengalinews#thebetterindiabangla