Powered by

Home Video Society ভালোবাসা, দেশপ্রেম এবং সাহসের এক উদাহরণ মেজর মুকুন্দ এবং ইন্দু | Inspiring Love Story | Indian Army

ভালোবাসা, দেশপ্রেম এবং সাহসের এক উদাহরণ মেজর মুকুন্দ এবং ইন্দু | Inspiring Love Story | Indian Army

New Update

ভারতীয় সেনাবাহিনীর রাজপুত রেজিমেন্টের শহীদ মেজর মুকুন্দ বরদরাজনকে মরণোত্তর অশোক চক্রে ভূষিত করা হয়েছে এবং যখন তাঁর সাহসী স্ত্রী ইন্দু রেবেকা ভার্গেস পুরস্কার গ্রহণ করতে আসেন, তখন তিনি বলেন; "ওটা শোকের দিন ছিল না, ওটা ছিল আমার শহীদ স্বামীর সাহসিকতার দিন। তিনি যদি আজ বেঁচে থাকতেন, তাহলে তিনি তাঁর দেশকেই সবার প্রথমে রাখতেন।"

#Amaran#ShauryaChakra#LoveStory#IndianArmy#Inspiration#TrueLove#ViralCouple#BengaliNews#TheBetterIndiaBangla