New Update
ভুবনেশ্বরের বস্তি থেকে উঠে এসে Special Olympics-এ সোনা জিতেছিলেন সরিতা রৌউত্রে। এক সময় গোটা দেশের গর্ব হলেও, আজ দারিদ্র্যের অন্ধকারে ভুলে যাওয়া এক নায়িকা তিনি। পদকগুলো পড়ে আছে ধুলোয় ঢাকা—কিন্তু তিনি হাল ছাড়েননি। আজও তিনি বিশেষ শিশুদের প্রশিক্ষণ দিচ্ছেন, নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন। এই নম্বরে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন 7894003180
#SpecialOlympics#SupportOurAthletes#Inspiration#SportsChampion#Odisha#BengaliNews#TheBetterIndiaBangla