না ছিল বইখাতা, না ছিল নতুন জামাকাপড়। তবুও স্বপ্ন দেখা থামাননি তিনি। বন্ধুদের কাছ থেকে ধার করা বই নিয়েই চলতে থাকে পড়াশোনা। আজ সেই সংগ্রামী মানুষই আলোর পথ দেখাচ্ছেন 400 গরিব শিশুকে। তৈরি করেছেন 1 টাকার পাঠশালা।
#১টাকারপাঠশালা #Inspiration #Education #Motivation #Struggle #Bengal #Hope #RealHero #BengaliNews #TheBetterIndiaBangla
Follow Us