বয়স শুধুমাত্র একটা সংখ্যা মাত্র! না হলে 75 বছরের এই ঠাকুমা কি করে একা হাতে চায়ের দোকান সামলাচ্ছেন এখনও? স্বামী মারা যাওয়ার পর থেকেই তিনি সামলাচ্ছেন এই দোকান। রয়েছে এক বিশেষভাবে সক্ষম ছেলের ভবিষ্যতের চিন্তা। হাতে সময় থাকলে অবশ্যই চা খেয়ে আসতে পারেন সি আই টি রোড আনন্দ পলিত বাস স্টপ এর সামনে এই ঠাকুমার দোকান থেকে।
#grandma #struggle #teaseller #kolkata #seniorcitizen #bengalinews #thebetterindiabangla