Powered by

Home Video Society ব্রিটিশ সরকারও ভাঙতে পারে নি এই বন্ধুত্ব | Ram Prasad Bismil | Ashfaqulla Khan

ব্রিটিশ সরকারও ভাঙতে পারে নি এই বন্ধুত্ব | Ram Prasad Bismil | Ashfaqulla Khan

New Update

বিপ্লবী রামপ্রসাদ বিসমিল এবং আসফাকউল্লা খানের বন্ধুত্ব দেখে আশ্চর্য হয়েছিল ইংরেজ সরকার। ফাঁসির সাজা পাওয়া এই দুই বিপ্লবীর বন্ধুত্ব ভাঙতে দুটি পৃথক জেলে পাঠানো হয়। ব্রিটিশ পুলিশ আসফাকউল্লাকে বোঝাতে চেষ্টা করে, ‘বিসমিল তোমার শত্রু।’ কিন্তু আসফাক হেসে বলে, “রামপ্রসাদ আমার ভাই। ইংরেজের পা চাটা কুকুর হয়ে বাঁচার চেয়ে বিসমিলের ভারতবর্ষে মরতে রাজি আমি।”

#BismilAshfaqulla#UnsungHeroes#FreedomFighters#Unity#TrueFriendship#Independence#Britishraj#JaiHind#TheBetterIndiaBangla