একটা মৃতদেহ… রেললাইনের ধারে পড়ে ছিল তিন দিন। কেউ কাছে যায়নি, কেউ তোলেনি।
ওটা ছিল প্রদীপ প্রুস্টির মা। তখন প্রদীপ ছিল ছোট্ট ছেলে। তবে সেদিনই প্রদীপ মনে মনে শপথ নিয়েছিলেন—
“মায়ের মতো আর কাউকে লাওয়ারিস হয়ে মরতে দেবো না।” আজ 13 বছর ধরে প্রদীপ সেই শপথ পালন করে চলেছেন তাঁর স্ত্রীর সাথে। দুজনে মিলে 3 হাজারের বেশি লাওয়ারিস মৃতদেহ সৎকার করেছেন।
#RealLifeHeroes #Humanity #OdishaCouple #Inspiring #UnsungHeroes #SocialWork #Bhubaneswar #bengalinews #thebetterindiabangla
Follow Us