টোটো চালিয়ে সংসার সামলাচ্ছে এই মেয়েটি | Trisha Topno | Toto Girl | Jalpaiguri

বাবার মৃত্যুর পর, উত্তরাধিকার সূত্রে তৃষার হাতে ছিল শুধু বাবার টোটো… আর ছোট ভাইবোনদের দেখভালের দায়িত্ব। বয়স মাত্র 17— কিন্তু সাহস? একেবারে একজন যোদ্ধার মতো। সে কলেজে পড়ে, টোটো চালায়, আর বিধবা মাকে সংসার চালাতে সাহায্য করে।

তৃষার স্বপ্ন—একদিন পুলিশ অফিসার হওয়া। জলপাইগুড়ির এই মেয়েটি আমাদের শেখায়— মনের জোর থাকলে, জীবনের সবচেয়ে কঠিন সময়কেও হারানো যায়।

তৃষার এই জেদ, এই সাহস যদি আপনার মন ছুঁয়ে যায়— তাহলে তার গল্পটা ছড়িয়ে দিন, যাতে দেশের প্রতিটি মেয়ে তার থেকে অনুপ্রেরণা পায়।

[Trisha Topno, West Bengal, North Bengal, Girl Empowerment, Inspiring Story]

Related Articles
Here are a few more articles:
Read the Next Article
Subscribe