New Update
একবার জেল পরিদর্শনে গিয়ে আভারণী চৌধুরী দেখেছিলেন—মহিলা কয়েদীদের সন্তানরা জেলের চার দেওয়ালের মধ্যেই বড় হয়ে উঠছে। নিষ্পাপ শিশুদের সামনেই বড়রা বর্ণনা করছে হাড়হিম করা খুনের গল্প।
এই দৃশ্য আভারণীকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। সেই দিনই তিনি সিদ্ধান্ত নেন—এই শিশুদের জন্য চাই নিরাপদ শৈশব, ঘর আর ভবিষ্যৎ। তাই 23 বছর আগে তিনি গড়ে তোলেন একটি আশ্রম। এখনও পর্যন্ত 200 জেল কয়েদীদের সন্তানদের মানুষ করেছেন তিনি। আজ সেই শিশুরা জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছে।
#RealLifeHero#InspiringMother#ChildRights#HopeForChildren#SocialWorker#Humanity#BengaliNews#TheBetterIndiaBangla