New Update
50 বছর ধরে কাগজ বিক্রি করছেন স্বপনবাবু। ভোর হলেই কাগজ হাতে হাওড়া সাবওয়েতে দাঁড়িয়ে পড়েন। বয়স 68। তবুও 18–এর তরুণের মতোই বলেন - “না না, রিটায়ারমেন্ট ভাবতেই পারি না। যতদিন পারবো কাগজই বিক্রি করবো। সংবাদপত্রের একটা আলাদা মর্যাদা আছে। আমি এই কাজটাকে স্যালুট করি!” কিন্তু দুঃখের বিষয় আজকাল বেশীরভাগ মানুষই মোবাইলে খবর দেখে নেয়। আর ইয়ং জেনারেশন কাগজ পড়েই না, তবুও হতাশ নন তিনি। স্বপনবাবুর দৃঢ় বিশ্বাস— “মানুষ একদিন আবার সংবাদপত্রে ফিরবে।”
#HowrahStation#Inspiring#Seniorcitizen#NewspaperVendor#Kolkata#BengaliNews#TheBetterIndiaBangla