শৈশবে ঠোঙা বিক্রি করতেন, আজ ফুটপাথে পুরনো বই বিক্রি করে সংসার চালান 54 বছরের মোহন দাস। দোকানে যখন কেউ থাকে না, তখন নিজের ডায়েরিতে কবিতা লেখেন তিনি। কফি হাউসের অমলের মতো, একটা কবিতাও ছাপা হয়নি তাঁর, পাননি প্রতিভার দামটাও!
তবু তিনি লেখেন, প্রতিদিন। ভাবুন তো — যদি মোহনবাবু সারাদিন কবিতা লেখার সুযোগ পেতেন, তাহলে কেমন হতো তাঁর জীবনটা?
#Kolkata #Poet #FootpathBookSeller #Inspiration #LifeStruggle #BengaliNews #TheBetterIndiaBangla
Follow Us